1দৈনিক বার্তা: ভারত বিরোধিতার জন্যেই তিস্তা ইস্যুর নামে বিএনপি লংমার্চের কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বৈশাখের খরতাপের সময় বিএনপির এ লংমার্চ প্রমাণ করে এটা তাদের আন্দোলন নয় অপরাজনীতি। আর ভারত বিরোধীতাই এর উদ্দেশ্য।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, তিস্তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এ নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এজন্য লংমার্চ নয় ‘লংডিপ্লোমেটিক’ সমঝোতা প্রয়োজন। ভারতের চলমান নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। তারপর বিএনপির এ চাল মাঠে মারা যাবে।
তিনি বলেন, তস্তা নিয়ে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। কিন্তু তারা (বিএনপি) তা না করে ভারতের নির্বাচনকালিন সময়ে ভারত বিরোধীতা করে তাদের উস্কে দিচ্ছেন।
সুরঞ্জিত আরো বলেন, কেউ তিস্তা নিয়ে রাজনীতি করতে চাইলে বা এ নিয়ে কোনো উত্তেজনা, আইনশৃঙ্খলা ব্যাহত করা, লংমার্চকে ভায়োলেন্স মার্চ বা অশান্তির মার্চ করতে চাইলে, সরকারকে ব্যবস্থা নিতে হবে। এ নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করলে সরকারকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে।