দৈনিক বার্তা: বাংলাদেশের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। প্রচণ্ড গরমে রাজধানীসহ সারাদেশে জনজীবন তীব্র অস্বস্তি বিরাজ করছে। সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দুএক দিনে তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, রাঙামাটি, খুলনা, চুয়াডাঙ্গা, যশোর ও খেপুপাড়া অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের প্রায় সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম। এজন্য তাপমাত্রা বাড়বে।
গরম বাড়ার জন্য রাজধানীতে ঠাণ্ডা শরবত বিক্রির ধুম পড়েছে। ডাব, তরমুজসহ গরমে লাচ্ছি, জুস বিক্রি হচ্ছে দেদারছে। সোমবার অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯, খুলনায় ৩৯ দশমিক ৫, বরিশালে ৩৭ দশমিক ৫, রাজশাহীতে ৩৯ দশমিক ৫, রংপুরে ৩৬ দশমিক ২ এবং সিলেটে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
