দৈনিক বার্তা: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী লিমা আক্তার মিনি (১২) কে গণধর্ষনের পর হত্যার ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে । সোমবার ঘন্টাব্যাপী মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গ্রামবাসী অংশ নেন। তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসীর দাবি জানান।
মানববন্ধন শেষে নিজ সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা বেলাল হোসেন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক আসাদুল জামান কমল, বালাপাড়া আওয়ামীলীগ সম্পাদক আফরাইম আল মিছরি বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, শিক্ষক আইনুল হক প্রমুখ। বক্তরা অবিলম্বে ঘটনার সাথে জড়িত মিঠুকে গ্রেফতার ও হত্যাকারীদের ফাসির দাবী জানান।
উল্লেখ্য, মিনি আক্তারের (১২) লাশ গত শনিবার গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ গ্রামের খতিবর রহমানের পুত্র রিপন (২০) ও ফয়জার রহমানের পুত্র আশরাফুল আলম (২২) নামের দুইজনকে গ্রেফতার করে। ঘটনার দিন রাতে মিনির মা মনতাহানা বেগম বাদী হয়ে ডিমলা থানায় মামলা নং-৬ দায়ের করেছিল। মামলার বাদী জানায়, আসামীরা মিনিকে বিভিন্ন সময় বিদ্যালয়ে যাওয়ার পথে ও মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।