মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে সোমবার টাঙ্গাইলের ৫ কারখানাকে ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর’র নেতৃত্বে গত ১৩ এপ্রিল টাঙ্গাইল জেলার বিসিক শিল্প নগরী ও অন্যান্যা শিল্প সমৃদ্ধ এলাকায় এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অভিযানে টাঙ্গাইল জেলায় অবস্থিত শিল্পদূষণকারী প্রতিষ্ঠানসূহকে ২১ এপ্রিল শুনানীতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে তিনি টাঙ্গাইল জেলার বিসিক শিল্প নগরী, মির্জাপুর ও করটিয়া এলাকাস্থিত ২টি ডাইং কারখানা, ১টি কেমিক্যাল কারখানা, ১টি সাইকেল কারখানা ও ১টি ইটভাটা কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে তলব করে সোমবার শুনানী গ্রহণ করেন। এসময় তিনি পরিবেশগত ছাড়পত্র নবায়ন ব্যতিত ও ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্রের ক্ষতিসাধন করার অপরাধে কম্পোজিট নীট ওয়ার লিঃ-কে ২৮ লাখ টাকা, আলাউদ্দিন টেক্সটাইল মিলস (প্রাঃ) লিঃ-কে ১২ লাখ টাকা, নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ লিঃ-কে ২ লাখ টাকা ও সুপ্তি কেমিক্যাল লিঃ-কে ১ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মেসার্স বেস্ট ব্রিকস-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
শুনানীতে অংশগ্রহণকারী ওই কারখানার পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিগণ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
