দৈনিক বার্তা: ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের বকুলতলা নামকস্থান থেকে অপ্হৃত জামায়াত নেতা ও ইউপি মেম্বর আবুল কালাম আজাদ (৪০ ) কে গুলি করে হত্যা করা হয়েছে । সে কোটচাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কারাগারে আটক জামায়াত নেতা মোয়াবিয়া হুসাইনের ভাই এবং কোটচাদপুরের বলাবাড়িয়া গ্রামের মুহাম্মদ মন্ডলের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি শিবু প্রসাদ দত্ত বলেন, কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে সন্ত্রাসীরা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বুকে ও গলায় গুলির চিহ্নি রয়েছে।
এদিকে কোটচাদপুর থানার ওসি বজলুর রহমান বলেন, আবুল কালামের বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের মেম্বর ছিল বলে স্থানীয় একটি সুত্র নিশ্চিত করেছে।
অপর দিকে পারিবারিক ও দলীয় সুত্র দাবি করেছে ১৮ এপ্রিল সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় আবুল কালাম আজাদকে। এরপর অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয় তাকে। ঘটনার পর পরই বিভিন্ন পত্র পত্রিকায় পারিবারিক সুত্রে বরাত দিয়ে খবর প্রকাশ করা হয়। কোটচাদপুরে এ নিয়ে দুইজন জামায়াত নেতা নিহত হলো।