মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরে দুর্বৃত্তদের এলাপাতাড়ি কোপে এক যুবক খুন হয়েছে। তার নাম সেলিম হোসেন (৩০)। সে গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার এসআই মোখলেসুর রহমান ও নিহতের ছোটভাই শামীম হোসেন জানায়, গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকায় সেলিম হোসেনসহ পাঁচটি পরিবার ২৯ শতাংশ খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এ জমি নিয়ে প্রতিপক্ষ কনক, গিয়াস উদ্দিন, রয়েলসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রবিবার সন্ধ্যা সন্ধ্যার পর জয়দেবপুর মাছবাজার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে সেলিমকে ধরে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাছ বাজার এলাকায় তাকে ফেলে পালিয়ে যায়। এতে তার বাম হাত কুনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আঃ করিম ও জয়দেবপুর বাস মালিক সমিতির নেতা আলকাস মিয়াসহ স্থানীয়রা জানায়, নিহত সেলিম সন্ত্রাসী ছিল এতে কোন সন্দেহ নেই। তার বিরুদ্ধে মারপিট, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যাবসা সহ একাধিক নানা অভিযোগ রয়েছে। সেলিম ও তার বাহিনীর সদস্যদের ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ ছিল।