দৈনিক বার্তা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা সোমবার গ্রন্থাগারের সাইবার সেন্টারে শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে এই কর্মশালার উদ্বোধন করেন।বিশিষ্ট শিক্ষাবিদ ও পান্ডুলিপি গবেষক অধ্যাপক ড. আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ।ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থাগারিক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মিনহাজ সেতু ৪টি দুর্লভ পান্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে উপহার দেন। তাঁর পিতা এসব পান্ডুলিপি সংগ্রহ করেছিলেন।উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার পান্ডুলিপি রয়েছে। এসব পান্ডুলিপি শুধু সংরক্ষণ করলেই চলবে না, গবেষণা ও পাঠোদ্ধারের মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি প্রাচীন পান্ডুলিপির পাঠোদ্ধারের জন্য শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানব সভ্যতার উন্নয়নের পেছনে পান্ডুলিপির বিশেষ ভূমিকা রয়েছে।তিনি আশা প্রকাশ করেন, গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলিপি পাঠোদ্ধারের মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৪টি দুর্লভ পান্ডুলিপি প্রদান করায় তিনি আসিফ মিনহাজ সেতু এবং তাঁর পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।পরে উপাচার্য ই-রিসোর্সের রিমোট এ্যাকসেস সিস্টেম উদ্বোধন করেন।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের মোট ৪০জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।