দৈনিক বার্তা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সোমবার ড্রোন হামলায় আরো তিন সন্দেহভাজন আল- কায়েদা জঙ্গি নিহত হয়েছে।এদের মধ্যে অভিযুক্ত একজন সিরিয়ার জঙ্গি । এ নিয়ে তিনদিনের ড্রোন হামলায় ইয়েমেনে আল-কায়েদার সন্দেহভাজন ৪৩ জঙ্গি নিহত হয়।
আল-কায়েদা নেটওয়ার্কের ইয়েমেনের যোদ্ধারা পশ্চিমা ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করার কয়েকদিন পর এসব হামলা চালানো হয়।এক্ষেত্রে সর্বশেষ সোমবারের হামলায় তিনজন, রোববারের হামলায় ৩০ জন ও শনিবারের হামলায় ১০ জন নিহত হয়।
বিশ্বে একমাত্র দেশ যুক্তরাষ্ট্র ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে থাকে।তবে মার্কিন কর্মকর্তারা কখনো দেশটি গোপন ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কর্মকর্তা জানান, রোববার দিবাগত মধ্যরাতের পর ইয়েমেনে আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি শাবা প্রদেশে তিনজনকে বহন করা একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। পরে তারা সেখানে গিয়ে তিনজনের পুড়ে যাওয়া লাশ দেখতে পায়।এক উপজাতীয় প্রধান জানান, রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের গোলযোগপূর্ণ ওয়াদি ঘাদিনা অঞ্চলে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন ড্রোন হামলায় ৩০ জঙ্গি নিহত হয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববারের হামলায় এসব জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা গেবা জানায়, দেশটির মধ্যাঞ্চলীয় বায়দা প্রদেশে শনিবার ড্রোন হামলায় আল-কায়েদার সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়। কারা হামলা চালিয়েছে, খবরে সে ব্যাপারে কিছু বলা হয়নি।