মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরের শ্রীপুরে মাদক সম্রাঞ্জী রাশিদা খাতুনকে (৩৫) ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া তাকে এ দন্ড দেন।
শ্রীপুর মডেল থানার এসআই মাহাবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) গ্রামের আলমগীর হোসেনের বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বাড়ী থেকে তিন পুরিয়া হেরোইন ও দুই পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় আলমগীরের স্ত্রী মাদক সম্রাঞ্জী রাশিদা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাশিদা খাতুনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত মাদক বিক্রির অভিযোগে রাশিদা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রাশিদা খাতুনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।