1দৈনিক বার্তা: বাসের মধ্যে অসংখ্য নর-নারী ও শিশুর গাদাগাদিকে সম্মিলিত কারাবাস হিসেবে মন্তব্য করলেন  পযাগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।তিনি বলেন, বাসের মধ্যে যখন অসংখ্য নারী-পুরুষ-শিশু গাদাগাদি করে ভ্রমণ করে তা দেখে আমার কাছে সম্মিলিত কারাবাসই মনে হয়। মনে হয় সবাই  পযন জেল জীবন  পভাগ করছে।

রোববার দুপুরে  কেন্দ্রীয় শহীদ মিনারে ব্র্যাক আয়োজিত  পযৗন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে রিকসাপ্লেট প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন।প্রধান অতিথির ভাষণে  যোগাযোগমন্ত্রী বলেন, বিলাশবহুল এসি গাড়িতে ফার্মগেট দিয়ে যাওয়া আসার সময় আমি দেখি শতশত নরনারী বাসের জন্য চাতকের মতো অপেক্ষা করছে। তারা যখন বিধ্বস্ত ও মলিন মুখে আমার গাড়ির দিকে তাকায় তখন আমার খুব কষ্ট হয়।

নগরীর যাত্রীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন,যাত্রীদের মনে অনেক কষ্ট। সেই কষ্ট আমাদের দূর করতে হবে। আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের জন্য। আপনারা একটু অপেক্ষা করুন, সবই হবে।ইতোমধ্যেই নগরীর মধ্যে কয়েকটি ফ্লাইওভার নির্মিত হওয়ায় যাত্রা অনেক সহজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নগরীর লক্কর-ঝক্কর মার্কা গাড়ির বিরুদ্ধে প্রচারাভিযান চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরের লক্কর-ঝক্কর মার্কা গাড়িগুলো দেখলে মনে হয়, বাংলাদেশের মতো গরীব দেশ বুঝি পৃথিবীতে আর নেই। এসব যানবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্ত্রী জানান, নগরবাসীদের যাত্রা আরো সহজ ও আধুনিক করতে জুলাই মাসের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৬৫০টি আধুনিক ট্যাক্সিক্যাব নামবে।আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ঢাকা শহরে চলাচলের জন্য আধুনিক ট্যাক্সিক্যাবের উদ্বোধন করবেন।

ক্যাবগুলোর মধ্যে ৪০০টি  দেওয়া হবে সেনাবাহিনীকে এবং বাকি ২৫০টি আসবে বেসরকারি তমা পরিবহন কোম্পানির মাধ্যমে। সেনাবাহিনীর ৪০০ ক্যাবের মধ্যে ২৫০টি চলবে ঢাকা শহরে এবং ১৫০টি চলবে চট্টগ্রাম শহরে। গাড়িগুলো ঢাকার রোডে চলবে ২২ এপ্রিল  থেকে এবং চট্টগ্রামে চলবে জুলাই  থেকে।

ট্যাক্সিক্যাবের ন্যূনতম ভাড়া একশ’ টাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভালো যানবাহনে চড়লে ভাড়াতো একটু বেশি হবেই। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে ভাড়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করার বিষয়টি ভাবা হচ্ছে।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন বিভাগের পরিচালক শীপা হাফিজা, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান এবং ভিক্টিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।