1দৈনিক বার্তা: জেলার গুরুদাসপুরে তিন বছরের মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গুরুদাসপুর থানার ওসি ফরিদুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।জামিজমার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকবাবে ধারণা্ করা হচ্ছে। নিহতরা হলেন- খলিলুর রহমানের দ্বিতীয় স্ত্রী পেয়ারা বেগম ও তার মেয়ে রুমানা খাতুন।
পুলিশ জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায়  মা ও মেয়েকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়।
বিষক্রিয়ায় দুজনই গুরুতর অসুস্থ ছিলেন জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। রাত ৮টার দিকে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খলিলুর ও পেয়ারার মধ্যে বিরোধ চলছিল।

এর জের ধরেই ‘মনোকষ্টে’ পেয়ারা তার শিশু সন্তানকে বিষ খাইয়ে পরে নিজেও বিষপান করেন বলে মনে করছেন চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান।
পেয়ারার স্বামী খলিলুর বলেন, “আত্মহত্যা করার মত কোনো কারণ ঘটেনি। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। জানার পর তাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি।”