দৈনিক বার্তা: কক্সবাজারে বিজিবির সদর দপ্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত বিজিবির ১১ সদস্য।
এ ঘটনার সময় খুব কাছেই ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবি’র মহাপরিচালকসহ অনেক কর্মকর্তা।
রোববার বেলা সাড়ে ১২টায় বিজিবির কক্সবাজার সদর দপ্তর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বিজিবির সদস্য হাবিবুর রহমান হাবিব, ফয়েজুল কবির, বেলায়েত হোসেন, মিলন কান্তি, জাহিদ, আশরাফুল ইসলাম, আদনান, আলিম, বিপ্লব, হালিম ও আনিসুর রহমান। তাদেরকে গুরুতর আহত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরো কয়েকজন সামান্য আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বৈশাখী টিভির ক্যামেরাম্যান জসীম উদ্দিন।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডা. পুঁচনু জানিয়েছেন, আহত বিজিবির সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে এবং সকলেটই এখন আশঙ্কামুক্ত। তারপরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিজিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকালের দিকে বিজিবি’র কক্সবাজার সদর দপ্তরে মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মদ, চট্রগ্রাম দক্ষিন-পূর্ব বিজিবির কমন্ডার বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী, চট্রগ্রাম জোন কমান্ডার মেজর জিয়া, কক্সবাজারস্থ সেক্টর কমন্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান ও ১৭ বিজিবি’র অধিনায়ক খন্দকার সাইফুল আলম অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিপুল ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়। ওই সময় মজুদ করা ইয়াবায় কেরোসিন ঢেলে আগুন দেয়ার সাথে সাথে বিকট শব্দ বিস্ফোরণ হয়। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালক সহ অন্যান্যরা কর্মকর্তারা পেছনে সরে গেলেও আহত হন বিজিবি’র ১১ সদস্য।
এদিকে এ ঘটনায় আহতদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।