1 দৈনিক বার্তা: মার্কিন উপসহকারি পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাব বলেছেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক, নিরাপদ, স্থিতিশীল ও জনগণের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ দেখতে চায়। আজ বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচন প্রশ্নে তার আগের অবস্থানেই আছে। বৈঠকে এমনটি জানিয়েছেন মার্কিন মন্ত্রী। তিনি বলেন, দুটি শর্তে বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছিল। সহিংসতা বন্ধ ও জামায়াতের সঙ্গ ত্যাগ। এই শর্তগুলো এখনও পূরণ হয়নি। হলেই সরকার আলোচনায় উদ্যোগী হবে। সরকার আলোচনা চায় বলেও জানান তিনি। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক উদ্ধার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এমন ঘটনা ঘটে কিন্তু কোন ক্লু পাওয়া যায় না। কিন্তু এবি সিদ্দিককে দ্রুতই উদ্ধার করা গেছে।