দৈনিক বার্তা: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়েই বেগম খালেদা জিয়া লংমার্চ ডেকেছেন বলে জানিয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি শনিবার নাটোর উপশহর মাঠে জেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান।
দুলু বলেন, ‘নাটোরের ছয় উপজেলার পাঁচটিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছে। ১১টি ভাইস চেয়ারম্যানকে বিপুল ভোটে বিজীয় করে আওয়ামী লীগকে বুঝিয়ে দেয়া হয়েছে বিএনপি এখনো হারিয়ে যায়নি।’
তিনি বলেন, ‘প্রতিবেশী ভারতের কারণে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে। অথচ ভারত তোষণকারী আওয়ামী সরকার এ নিয়ে মুখ খুলছে না।’
দুলু বলেন, সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে তুলতেই ২২ এপ্রিল লংমার্চ আহবান করা হয়েছে।
এ সময় তিনি দেশের স্বার্থে দলমত নির্বিশেষে এই লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, যুগ্ম-সম্পাদক ও তেবাড়িয়ার ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার, নাটোর শহর বিএনপির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর প্রমুখ।