দৈনিক বার্তা: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বর্ষীয়ান পাক সাংবাদিক হামিদ মীর। শনিবার তাঁর উপরে হামলা চালালো জঙ্গিরা। এদিন সন্ধ্যায় বন্দর শহর করাচির রাজপথে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় জিও টিভি’র বর্ষীয়ান এই আধিকারিককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তিনি বিপন্মুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন মহল থেকে এই হামলার নিন্দা করা হয়েছে। কোনও সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।তবে দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উপরে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত সাংবাদিকের ভাই।
প্রসঙ্গত, ২০১২ সালের নভেম্বরেও হামিদ মীরকে একবার খুনের চেষ্টা করা হয়েছিল। সে সময় তাঁর গাড়ির নীচে বোমা রাখা হয়েছিল। কিন্তু অল্পের জন্য তিনি রক্ষা বিশিষ্ট এই সাংবাদিক।
পাক সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, এদিন করাচি বিমানবন্দর থেকে অফিস যাওয়ার পথে শহরের নথা খান ব্রিজের কাছে মীরে গাড়ির উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। চার জন বন্দুকবাজ দু’টি মোটর সাইকেলে করে এসে তাঁর উপরে হামলা চালায়। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই আক্রমণকারীরা হামিদ মীরের উপরে নজর চালাচ্ছিল বলে জানা গিয়েছে।
হামিদ মীরের শরীরে তিনটি গুলি লাগে। অস্ত্রোপচারের পরে গুলি তিনটিই বের করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে করাচির পুলিশ প্রধান শাহিদ হায়াত জানিয়েছেন।