1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) লেকের পানিতে ডুবে  ওই বিশ্ববিদ্যালয়ের এক নাইজেরীয় শিক্ষার্থীর মারা গেছে। তার নাম তাহির মান্নির আদামু (২৪)। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র তাহির মান্নির আদামু বিশ্ববিদ্যালয়ের সাউথ হলে থাকতো।
আইইউটি’র সাউথ হলের এসিস্টেন্ট সেক্রেটারি মো. সামশুজ্জামান চৌধুরী  জানান, শনিবার রাত সোয়া ১০টার  দিকে  তাহির মান্নির আদামু আইইউটি’র ক্যাম্পাসে লেকের ওয়ালে একা বসে কলা খেতে খেতে মোবাইলে রেকর্ডিং করা গান শুনছিল। সেসময় বিশ্ববিদ্যালয়ের মসজিদের খাদেম মো. মাসুদ মিয়া লেক সংলগ্ন  ক্যাফেটেরিয়ায়  রাতের  খাবার খেয়ে বের হয়ে যাবার সময় তাহিরকে ওই লেকের পানিতে পড়ে যেতে দেখে। পানিতে পড়ে গিয়ে তাহির ‘হেল্প মি’ ‘হেল্প মি’ বলে চিৎকার করতে করতে পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে খাদেম মো. মাসুদ মিয়া ডাক চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পরে লোকজন লেকে তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাহিরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক  রাশেদ জানান, রাত ১১টা ২০মিনিটের  দিকে  তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়। সে নাইজেরিয়ার নাগরিক।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল জানান, পরে রাতেই তাকে ঢাকা শমরিতা হাসপাতালের হিমাগারের সংরক্ষনের জন্য পাঠানো হয়। রবিবার দুপুরে সেখান থেকে তাকে ময়না তদন্তের জন্য তাহিরের লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ইউনিভার্সিটির রেজিস্ট্রার  মুহাম্মদ  আহসান হাবিব রবিবার সকালে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

বিশ্ববিদ্যায়ের ভিসি অধ্যাপক  ড. মো. ইমতিয়াজ হোসেন বলেন, তাকে গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত করে আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পাদনের পর তার মরদেহ  নাইজেরিয়ায় পাঠানো হবে।