দৈনিক বার্তা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি দৃঢ়তার সাথে বলেছেন-মিয়ানমার থেকে কোনোভাবেই বাংলাদেশে মরণ নেশা ইয়াবা আসতে দেওয়া হবে না। এই মুহূর্তে সরকার ইয়াবাসহ মাদক পাচার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। যেকোনোভাবে এ মাদক বন্ধ করতেই হবে। এমনকি ইয়াবা অভিযানে কারো তদবিরও চলবে না।
প্রতিমন্ত্রী আজ শনিবার কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর তীরবর্তী সীমান্ত এলাকা পরিদর্শন শেষে স্থলবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে কথাগুলো বলেন। তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- কারো কোনো অভিযানে গাফেলতিও মেনে নেওয়া যাবে না। তিনি আজ সকালে টেকনাফের ৪২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সদর দপ্তর পরিদর্শন করেন। দুপুরে টেকনাফ স্থলবন্দর দিয়ে স্পিডবোটযোগে নাফ নদ দিয়ে শাহপরীর দ্বীপে যান। সেখানে ৪২ ব্যাটালিয়নের আওতাধীন শাহপরীর দ্বীপ বিওপি পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মদ, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, বিজিবির পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী ও কর্নেল খন্দকার ফরিদ হাসান।