দৈনিক বার্তা: জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে রবিবার ইসরায়েলি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৬ জনকে আটক করা হয়েছে। স্পর্শকাতর এই পবিত্র স্থানটিতে উত্তেজনা প্রায় লেগেই থাকে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সকালে পর্যটক ও পরিদর্শকদের জন্য এই স্থান খুলে দেওয়ার পর সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে দুই পুলিশ আহত হয়। তিনি বলেন, পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তারা আল আকসা মসজিদে আশ্রয় নেয়। পরে মসজিদটিতে পুলিশ ঢোকার অনুমতি নেয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ১৬ আরব দাঙ্গাকারীকে আটক করা হয়েছে।
খ্রিস্টানদের ইস্টার হলিডে ও ইহুদিদের সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পাসওভার উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটকের জেরুজালেম আগমনের প্রেক্ষাপটে রবিবার এ সংঘর্ষের ঘটনা ঘটল।
গোলযোগের আশঙ্কায় ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে। কেবল পঞ্চাশোর্ধ্ব পুরুষ ও নারীরা মসজিদ প্রাঙ্গণে ঢুকতে পারছেন।