2তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে চার ফরাসি সাংবাদিক। সিরিয়ায় অপহৃত এই সাংবাদিকদের ১০ মাস পর উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারের পর তাদেরকে তুর্কি বিমানযোগে ফ্রান্সে পাঠানো হয়।শনিবার স্থানীয় সময় মধ্যরাতে তারা ফ্রান্সে পৌঁছেন বলে এক সরকারি কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন।

এই চার সাংবাদিক হলেন- এডওয়ার্ড এলিয়াস, দিদিয়ার ফ্রান্সিস, নিকোলাস হেনিন ও পিয়েরো। তাদর চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তুরস্কের সীমান্ত দিয়ে সিরিয়ার নেয়ার সময় দেশটির সেনাবাহিনী উদ্ধার করে।

এদিকে অপহৃতেদের উদ্ধারে কোনো মুক্তিপণ দিতে হয়েছে কি-না বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।