Doinik Barta--13দৈনিক বার্তা: সবুজ পাহাড়ের কোলে অবস্থিত বান্দরবান। অপরূপ সৌন্দর্যের লীলাভুমি বান্দরবান জেলা। বিধাতা সবটুকু সৌন্দর্য উজার করে দিয়েই গড়ে তুলেছেন বান্দরবান জেলাকে।
চারিদিকে সবুজের সমারোহ। পাহাড়ের ফাঁক দিয়ে উকি মারে সাদা মেঘের ভেলা। যেন হাতছানি দিয়ে ডাকছে। এ এক অপার্থিব দৃশ্য।
সাঙ্গু নদী ছোট-ছোট পাহাড়ের কোল ঘেষে বয়ে গেছে সাপের মত আকা-বাঁকা হয়ে।

নীলাচল পাহাড়ি এলাকাটি বাংলার স্বর্গভূমি । নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারর সমুদ সৈকতের অপুর্ব দৃশ্য নীলাচল থেকে দেখা যায়। নীলাচলে সুর্যাস্তের দৃশ্য মনে স্বর্গীয় অনুভূতি আনে।
বান্দরবান জেলা র্দূগম পাহাড়ি এলাকা হলেও

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।

 

 

 

আদিবাসিরা পাহাড়ের কোল ঘেষে গ্রাম তৈরী করে বসবাস করে। নিজস্ব ভাষা সংস্কৃতি বুকে ধারন করে বান্দরবানের আদিবাসীরা যুগ-যুগ পার করতেছে।
মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্রময় সাংস্কৃতিক ঊত্তরাধীকার সম্মৃদ্ধ বান্দরবান জেলা যেন ছবির মত মনে হয়।

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি –সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি-