দৈনিক বার্তা: অপ্রত্যাশিত হার৷ খেতাবী দৌড়ে বিশাল ধাক্কা খেল চেলসি ৷শনিবার প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেল হোসে মোরিনহোর দল ৷ শুরুতে এগিয়ে গিয়েও খালি হাতেই ঘরে ফিরতে হয়েছে চেলসিকে ৷সান্ডারল্যান্ডকে হারাতে পারলে লিগ টেবিলে লিভারপুলকে টপকে শীর্ষে উঠার সুযোগ ছিল মোরিনহোর দলের ৷ সেইসঙ্গে খেতাবের আনেক কাছাকাছি পৌঁছে যেত তারা ৷ কিন্তু এই ম্যাচ হারের পরে ফের পিছিয়ে পড়ল চেলসি ৷
শুরুটা অবশ্য ভালই করেছিল হোসে মোরিনহোর দল ৷ ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই স্যামুয়েল এটোর গোল করে চেলসিকে এগিয়ে দেন ৷ কিন্তু তারপরই যাবতীয় বিক্রম শেষ হয়ে যায় মোরিহোর দলের ৷ চেলসির ফুটবলারদের ব্যর্থতায় ম্যাচে প্রবলভাবে ফিরে আসে সান্ডারল্যান্ড ৷ ১৮ মিনিটে কনোর উইকহ্যাম গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ৷ বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল ৷ বিরতির পরেও ম্যাচে ফিরে আসতে পারেনি চেলসি ৷ দু’দলই আক্রমণ শানিয়েছে ওই পর্বে ৷ কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি ৷ এরপরই বড় ভুল করেন চেলসির ফুটবলাররা ৷ সান্ডারল্যান্ডের পরিবর্ত ফুটবলার জজিকে ফাউল করেন চেলিসর জেসার ৷ রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি ৷ ৮২ মিনিটে সান্ডারল্যান্ডের পক্ষে পেনাল্টি থেকে গোল করেন ফ্যাবিও বোরিনি ৷ এরপর আর সমতা ফেরাতে পারেনি চেলসি ৷