বগুড়া মেডিক্যাল কলেজের শিৰার্থীদের মানববন্ধন
বগুড়া মেডিক্যাল কলেজের শিৰার্থীদের মানববন্ধন

দৈনিক বার্তা -১৯-৪-১৪ : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ছাত্রীদের আবাসিক হোষ্টেলে চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শিৰার্থীদের নিরাপত্তা সহ ৭ দফা দাবিতে গতকাল শনিবার ছাত্র ছাত্রীরা ক্লাস ও পরীৰা বর্জন করে বিৰোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে৷ এদিকে গেট বন্ধের ঘটনা নিয়ে হাসপাতালে সামনে দোকানদারদের দু’গ্রম্নপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷  বৃহস্পতিবার দিবাগত রাতে মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হোষ্টেলে চুরির ঘটনায় কলেজের শিৰার্থীরা ৰুদ্ধ হয়ে উঠে৷ এঘটনার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিৰার্থীরা ক্লাস ও পরীৰা বর্জন করে তারা কলেজ ক্যাম্পাসে বিৰোভ করে আবাসিক হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান৷ 
একই ঘটনায় বিৰুদ্ধ শিৰার্থীরা মানববন্ধন করে৷ এসময় তারা কলেজ এলাকায় হাসপাতালের জন্য ব্যবহৃত গেট বন্ধ করে দিয়ে হাসপাতালের মূল গেট দিয়ে চলাচালের দাবি জানান৷ মানবন্ধন শেষে ছাত্র ছাত্রীরা কলেজের সামনের মহাসড়ক অবরোধ করে৷ দুপুর বারোটা পর্যনত্ম শিৰার্থীরা ক্যাম্পাসে বিৰোভ করে৷ 

অপর দিকে হাসপতালের কর্মচারীরা মেডিক্যাল কলেজ অংশের গেট বন্ধের প্রতিবাদ জানিয়ে বিৰোভ করে৷  শিৰার্থীরা হোষ্টেলের নিরাপত্তা বিধান সহ ৭ দফা দাবী প্রদান করে৷ সমাবেশে শিৰার্থীরা চুরির ঘটনার সাথে জড়িতদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবী, পর্যাপ্ত পরিমান নিরাপত্তা কর্মী নিয়োগ করে সকল হোষ্টেলের ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা, হাসপতাল থেকে কলেজ পৃথকীকরণ সহ ৭ দফা দাবী জানান৷  এ ব্যাপরে কলেজের অধ্যক্ষ দৈনিক বার্তাকে জানান, ছাত্র ছাত্রীদের অন্যান্য চাহিদা তাত্‍ৰনিকভাবে পূরণ করা হয়েছে৷ বাকী চাহিদা গুলো জরম্নরী ভিত্তিতে পূরণের জন্য প্রয়োজনীয় পদৰেপ গ্রহণ করা হয়েছে৷ 
কলেজ অধ্যক্ষ ডাঃ আহসান হাবিব জানিয়েছেন, ছাত্রী নিবাসে চুরির ঘটনায় ৭ সদস্যর তদনত্ম কমিটি গঠন করা হয়েছে৷চুরির ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে কলেজের এক জন নৈশ প্রহরিকে প্রত্যাহার সহ আগামী কাল একাডেমিক কাউন্সিলের জরম্নরী সভা আহবান করা হয়েছে৷