4দৈনিক বার্তা: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় রাতের অন্ধকারে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন দিয়ে বিএনপি সমর্থিত তিন পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শুক্রবার রাত ১টার দিকে পাঁচবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী সাজদার শাহ, আজিজ শাহ ও রবিউল শাহ’র বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, ২০টি মুরগী, আসবাবপত্র, কৃষিপণ্যসহ তিনটি বাড়ির ১০টি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ কমপক্ষে ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

পরে তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের বেড়া কেটে তাদের বের করেন। এ সময় রবিউল শাহর স্ত্রী আসমা খাতুন (২৮) এবং তার একটি গরু অগ্নিদগ্ধ হয়। পরে নাটোর ও লালপুর থেকে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ আসমাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় দারুণ উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ঐ গ্রামে আওয়ামী লীগ কর্মীরা ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে। ক্ষতিগ্রস্থ সাজদার শাহ জানান, দুদিন আগে আওয়ামী লীগ কর্মীরা বাজারে সবার সামনে আমার বাড়িঘর পুড়িয়ে ভিটে ছাড়া করার হুমকি দেয়। গত রাতে তারাই আমাদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাজদার রহমান বলেন, বুধবার ঐ গ্রামে সমাবেশে স্থানীয় এমপিসহ নেতৃবৃন্দের হিংসাতœক বক্তব্যে উৎসাহিত হয়ে আ’লীগ কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল এ ঘটনার সাথে তাদের কর্মীরা জড়িত নয় বলে দাবী করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ফায়ার সার্ভিস কর্মী জানান, টিনের বেড়ায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এজন্য আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী আরো কয়েকটি ঘরের বেড়ায় পেট্রোল দেয়া ছিল। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসায় সেগুলো পোড়েনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।