চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-দৈনিক বার্তা :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোল্লাডাঙ্গা সীমান্ত দিয়ে শনিবার সকালে পাচারের সময় তিন কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ এসময় আটক করা হয় এক পাচারকারীকে৷
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক শিকদার জানান. ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুর রশিদ তিন কিশোরকে নিয়ে জেকে পোল্লাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে৷ এসময় বিজিবির একটি টহলদল তাদেরর আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যায়৷ ভাল কাজ দেয়ার আশ্বাসসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আব্দুর রশিদ ওই তিন কিশোরকে দিয়ে ভারতে পাচার করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন৷ ওই তিন কিশোর হচ্ছেন পোল্লাডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিজানুর রহমান (১৩), আব্দুল কাদেরের ছেলে নাইম হোসেন (১৪) ও আব্দুস শুকুরের ছেলে মিনহাজুল ইসলাম (১৪)৷ পরে তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়৷