দৈনিক বার্তা: টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র তিন জন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে টেকনাফের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
এসময় বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বিজিবি’র হাতে একজন ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছেন। আটক ইয়াবা ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া মৃত নুর সুলতানের পুত্র মো. ইসমাইল (৪৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, মৌলভীপাড়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করলে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় তিনি বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়। অপরদিকে গুলিবিদ্ধ হয়ে আহত ইয়াবা ব্যবসায়ী মো. ইসমাইলের (৪৫)অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।