4 দৈনিক বার্তা: গাজীপুরের কাপাসিয়ায় শনিবার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। তার নাম বাশির উদ্দিন সিকদার (৬৫)। নিহতের বাড়ি স্থানীয় তরগাওয়ের মাইজার ভিটি সিকদার বাড়ি এলাকায়। এ ঘটনার পর ঢাকা-কিশোরগঞ্জ সড়কে প্রায় আধাঘন্টা যানবাহন  চলাচল বন্ধ থাকে। এছাড়াও একইদিন পৃথক ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে কাপাসিয়া  উপজেলার লতাপাতা  এলাকায়  শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী  অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস বাশিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এর প্রতিবাদে  এলাকাবাসী ঢাকা-কিশোরগঞ্জ সড়কে অবস্থান নিলে প্রায় আধাঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘন্টা পর দুপুর ১টার  দিকে গাড়ি চলাচল শুরু হয়।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় শনিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাইমাইল এলাকায় নবীনগরগামী পলাশ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে রানা (১৬), জিয়ারুল (২১), সাইম (৩৫), ইউসুফ (৩০) সামসুল (২১), মসফুল (৩৯) ও  ফুলজানকে (৪০) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরিকুল (৩২), সোহেল রানা (৩৪), মো: সোলে (৩০), জাহিদ (৩৫), রবিউল (৩৯), সাইফুলকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।