5দৈনিক বার্তা: আদালত অবমাননার দায়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি ট্রাইব্যুনাল। এজন্য কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে জমা দিতে বলেছেন আদালত। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত বলেন, ডেভিডের দাখিল করা ব্যাখ্যায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদালতের শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মিজান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন মোকছেদুল ইসলাম, এনামুল কবির ইমন, ফারাজানা শিলা। অপরদিকে বিরোধিতা করে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতে ডেভিট বার্গম্যানও উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় কত লোক শহীদ হয়েছিলেন-এমন প্রশ্ন তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের আদেশ ১১ মে দেয়া হবে মর্মে জানানো হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। এর আগে ১৮ মার্চ আদালতে ডেভিড বার্গম্যানের পক্ষে রুলের জবাব দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।