1দৈনিক বার্তা: বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালীকরণ ও তারুণ্যের ক্ষমতায়নের দুটি প্রকল্পে ৬ লাখ ডলার বা ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস অ্যান্ড লেবার (ডিআরএল) সংস্থা দুটি। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় গঠিত বিভিন্ন সংগঠনকে তাদের কর্মপরিকল্পনা পেশের আহ্বান জানিয়েছে ডিআরএল। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দুটি প্রকল্পে ৩ লাখ ডলার করে সমানভাগে মোট ৬ লাখ ডলার দেয়া হবে। ‘এমপাওয়ারিং ইয়ুথ লিডার্স’ নামে যে প্রকল্পটি রয়েছে, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে শান্তিপূর্ণ নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা। তরুণরা যাতে তাদের নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে, সে লক্ষ্যে প্রকল্পের কর্মকাণ্ড পরিচালিত হবে।