1দৈনিক বার্তা: অক্ষত অবস্থায় ফিরে এসেছেন আবু বকর সিদ্দিক। অপহরণের ৩৫ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় তাঁকে একটি গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। এরপর বাসায় ফেরার পথে ধানমন্ডি থানা পুলিশের তল্লাশির সময় তিনি নিজের পরিচয় দিলে তাকে থানায় নেয়া হয়। সেখান থেকে বাসায় ফিরেন। থানায় ঘটনার বর্ণনা দিয়েছেন আবু বকর সিদ্দিক। তিনি জানিয়েছেন অপহরণের পর সারাক্ষণ তার চোখ বাধা ছিল। ছেড়ে দেয়ার সময়ও তিনি চোখ বাধা অবস্থায় ছিলেন। ছাড়ার সময় অপহরণকারীরা তার পকেটে ৩০০টাকাও দিয়ে যায়। তিনি সেন্ট্রাল রোডের বাসায় যাওয়ার জন্য প্রথমে একটি রিকশায় উঠে কাজীপাড়া পর্যন্ত আসেন। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা পান। সিএনজিতে করে বাসায় যাওয়ার পথে কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকি অটোরিকশাটি তল্লাশির সময় তিনি নিজের পরিচয় দিলে পুলিশ সদস্যরা থানায় খবর দেন। পরে ঊর্ধতন কর্মকর্তা ও আবু বকরের পরিবারের সদস্যরাও থানায় যান। চেক পোস্টে থাকা এসআই অশোক চৌহান সাংবাদিকদের বলেন, তিনি এগিয়ে গিয়ে জানতে চাইলে, লোকটি জানান তাঁর নাম আবু বকর সিদ্দিক। তিনি রিজওয়ানা হাসানের স্বামী, তাকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করা হয়েছিল। পরে সেখান থেকে নম্বর সংগ্রহ করে সৈয়দা রিজওয়ানা হাসানকে ফোন দেন অশোক। ফোনটি আবু বকরকে ধরিয়ে দিলে তিনি হাউমাউ করে কান্না শুরু করেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় আবু বকর জানান, অপহরণের পর থেকে তার চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। ফিরে আসার সময় তার পোশাক কিছুটা ছেঁড়া ছিল। থানা থেকে বাসায় ফেরার পর সেখানে তার স্বজন ও শুভানুধ্যায়ীরা ভিড় করেন। সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন রিজওয়ানার সেন্ট্রাল রোডের বাসায়। সেখানে পুলিশের নিরাপত্তাও বাড়ানো হয়।