দৈনিক বার্তা:টেকনাফের নাফ নদী থেকে ১৯ হাজার ৪১২ পিচ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ নারী রয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৫৮ লক্ষ টাকা।
শুক্রবার সকাল ১১টায় বিজিবি ৪২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, সুবেদার মোঃ জাকারিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার নাইট্যংপাড়া এলাকার নাফ নদী থেকে একটি নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে আটক করে। তাদের মধ্যে মিয়ানমার মংডু এলাকার আবেদা বেগম(৬০) ও হাজেরা বেগমের(৪০) শরীরে তল্লাশী চালিয়ে ১৭ টি প্যাকেটে ১৯৪২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের স্বীকারুক্তি অনুযায়ী ইয়াবা চালানের মালিক মোঃ আনাছ(২৪)কে ও আটক করা হয়। ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে এছাড়া অপর ২১ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।