1দৈনিক বার্তা:  আগামী ১০ মে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। ২০১২ সালের চলচ্চিত্র শিল্পের সেরাদের এ পুরস্কার দেয়া হবে। এ বছর সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছে শাকিব খান। শাহীন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে রেদোয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান সেরা অভিনেত্রীর জন্য নির্বাচিত হন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘চোরাবালি ছবিতে আমি চেষ্টা করেছি নিজের সেরাটুকু দিয়ে অভিনয় করার। অবশ্য আমার অভিনীত অন্য ছবিগুলোতেও একই চেষ্টা অব্যাহত ছিল। আমাকে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ।