দৈনিক বার্তা: সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বায়েজাপ্ত করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর ৩০ এপ্রিল হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেই রুলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও সভার উপজেলা নির্বাহী অফিসারকে সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বায়েজাপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
সে অনুযায়ী গত ১৩ মার্চ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিবিধ মামলা দায়ের করা হয়। পরে ওই আদেশ বলে সোহেল রানার নামে রানা প্লাজার ১৮ শতক, রানা টাওয়ারের ১০ শতক এবং সাভারের ধামরাইয়ে এক একর ৪৭ শতক জমি বায়েজাপ্ত করা হয়।
এ নিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন।
ইউসুফ হারুন আরো বলেন, প্রয়োজনে এ আদেশের কপি সোহেল রানার কাছে জেলহাজতে পাঠানো হবে।