দৈনিক বার্তা: ভারতের কথায় চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে তার বাবার ছবির বদলে গান্ধীজীর ছবি ঝুলবে বলে মন্তব্য করেছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের পানি আগ্রাসন ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘৭১-এর ১৬ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে বাদ দিয়ে ভারতের জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজির আত্মসমর্পনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতাকে ছিনতাই করেছিল ভারত এবং সেই থেকে ভারতের আগ্রাসী ভূমিকা অব্যাহত আছে।’
ভারত সরকার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভাতে ও পানিতে মারতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে বক্তরা আরো বলেন, ভারত রাজনৈতিক ফায়দা লুটতে আন্তর্জাতিক সকল রীতি-নীতি ভঙ্গ করে উজানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে। পাশাপাশি সীমান্তে অমানবিকভাবে বাংলাদেশীদের হত্যা ও গুম করছে। অথচ সরকার এসব ব্যাপারে নির্বিকার।
মানববন্ধনে বক্তারা দেশের মানুষ ও সার্বভৌমত্বের স্বার্থে দল-মতের উর্দ্ধে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।