দৈনিক বার্তা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে এক কেজি ২৫ গ্রাম গান পাউডার, একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, মনাকষা গ্রামের হারুনুর রশীদের ছেলে আব্দুর রাজ্জাক কালু (২০), পারচৌকা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০), গাড়াটোলা গ্রামের কুবের আলীর ছেলে ইনছারুল (২২)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লেফেট্যানেন্ট আব্দুল হামিদ জানায়, আটককৃকতরা ভারত থেকে গান পাউডার, অস্ত্র ও গুলি নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। দীর্ঘদিন ধরেই তাদের ওপর গোয়েন্দা নজরদারি রেখেছিল র্যাব।