আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কর্ণকাঠি এলাকায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত পাঁচজন শিক্ষার্থীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে নামানোর সময় আইন বিভাগের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাসশ্রমিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসশ্রমিক ওই শিক্ষার্থীকে ধাক্কা মেরে বাস থেকে ফেলে দেন। এ সংবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা-কুয়াকাটা সড়কে ইট দিয়ে অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে গাড়ির জট লেগে যায়। শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় র্যাব ও পুলিশ তাঁদের প্রতিরোধ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।