দৈনিক বার্তা: ৩.২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল বেঙ্গালুরু৷ আইপিএল সাতের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ও বেঙ্গালুরু৷ টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায় বিরাট কোহলি৷ নির্ধারিত ওভারে ১৪৫ রান তোলেন মনোজ তিওয়ারিরা৷ মনোজ যদিও ব্যর্থ৷ তাঁর ব্যাট থেকে তিন বলে আসে একরান৷ এর পর ব্যাটিংয়ের হাল ধরেন ডুমিনি ও টেইলর৷ ৬৭ রানে ডুমিনি ও ৪৩ রানে টেইলর অপরাজিত থাকেন৷ বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন স্টার্ক, মর্কেল, অ্যারন ও চাহাল৷
১৪৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বেঙ্গালুরু৷ ওপেনিংয়ে পার্থিব প্যাটেলের ব্যাট থেকে আসে ৩৭ রান৷ ব্যাট হাতে ব্যর্থ হন ম্যাডিনসন৷ এর পর দলের হাল ধরেন অধিনায়র বিরাট কোহলি ও যুবরাজ সিং৷ টি২০ বিশ্বকাপে তাঁকে নিয়ে ওঠা সব বিতর্কের জবাব দেন যুবরাজ সিং৷ ২৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি৷ ৪৯ রান করে অপরাজিত থাকেন বিরাটও৷ আইপিএল-এ আট উইকেটে দিল্লিকে হারিয়ে দারুণ শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্সরা৷ দিল্লির হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি ওরোহিত শর্মা৷
দিল্লি : ১৪৫/৪ (২০ ওভার)
বেঙ্গালুরু : ১৪৬/২ (১৬.৪ ওভার)