দৈনিক বার্তা: আগামী জুন মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম নিটোল নিলয় মোটর শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, “সেদিন আর বেশি দূরে নয় যেদিন পদ্মা ব্রিজে বসে আকাশের চাঁদ উপভোগ করতে পারবে মানুষ। পদ্মা সেতু এখন আর সুদূর পরাহত কোনো স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন একটি দৃশ্যমান জিনিস।”
তিনি বলেন, “আগামী জুন মাসে মূল সেতুর কার্যাদেশ দেওয়া হবে। সেতুর উভয় প্রান্তে সাড়ে ১৬শ’ কোটি টাকার অ্যাপ্রোচ রোডসহ আনুষ্ঠানিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।”
ওবায়দুল কাদের জানান, শিগগিরই ঢাকায় মেট্রো রেলের কাজ শুরু হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম চারলেনের কাজ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
বাংলাদেশের সব রাস্তাকে কংক্রিটের রাস্তায় পরিণত করা হবে—একথা জানিয়ে তিনি বলেন, “কারণ, অতিরিক্ত চাপের কারণে বিটুমিন দিয়ে তৈরি রাস্তা টেকে না।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি শাজাহান খান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম, নিটোল নিলয় মোটর গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ প্রমুখ।
শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত এ মোটর শো চলবে। দর্শণার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শো তো প্রবেশ করতে পারবেন।