4দৈনিক বার্তা: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক সুস্থ অবস্থায় উদ্ধার করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামাল।
তিনি বলেন, ‘অবিলম্বে সরকারকে আমাদের বন্ধু আবু বকর সিদ্দিককে খুঁজে বের করে দিতে হবে। অন্যথায় সরকারের প্রতিশ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এটা সরকারের নৈতিক দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর গুরু দায়িত্ব। আমরা আশায় বুক বেধে আছি আবু বকর আমাদের মাঝে ফিরে আসবে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টারে নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, ‘দিনে দুপুরে একজন মানুষকে এভাবে অপহরণ করে নিয়ে গেলে রাষ্ট্র এর দায় এড়াতে পারেন না। এভাবে চলতে থাকলে মানুষের নিরপাত্তা থাকে না। তাই সরকারকেই উদ্যোগ নিয়ে আবু বকরকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে হবে।

সংবাদ সম্মেলনে কাঁদো কাঁদো কণ্ঠে অপহৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি এখনও আশায় বুক বেধে আছি। আমার স্বামী ফিরে আসবে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখনও আমাকে নিরাশ করেনি। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এখনও ‍উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর জানাতে পারেনি র‌্যাব-পুলিশ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা ন্যায্য হিস্যার দাবি নিয়ে আমার উপর কোনো থ্রেট ছিল না। তবে বিভিন্ন শিল্পপতিদের স্বার্থে আঘাত হানার বিষয় নিয়ে আমার উপর থ্রেট ছিল। কারণ আমি বেলার পক্ষ থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা ও পরিবেশ রক্ষার বিষয় নিয়ে আইনী পদক্ষেপ নিয়েছে। এতে অনেকের অর্থনৈতিক স্বার্থে আঘাত লেগেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।