1দৈনিক বার্তা: আগামী ২৩ এপ্রিল বুধবার বিএনপির উদ্যোগে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার রংপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ ৩ লাখ মানুষ অংশ গ্রহণ করবেন। তিনি অভিযোগ করেন, বিএনপির এই কর্মসূচীতে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের জন্য শহরের কোন হোটেল ভাড়া দিচ্ছে না। সরকারের পক্ষের লোকজন হোটেলগুলোকে বুকিং দিতে নিষেধ করেছে বলে আমরা জানতে পেরেছি। এ সময় বিএনপি’র জেলা কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আসাদুল নেতা দুলু বলেন, ভারত এক তরফা ভাবে তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়ায় তিস্তা নদী পানিশূণ্য হয়ে পড়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে গতবার যেখানে ছিল ৮ হাজার কিউসেক পানি। এবার তা মাত্র ৪শ কিউসেকে নেমে এসেছে। দেশ বাঁচাতে পানির দাবিতে বিএনপি তাই তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। এ সরকার ভারতের তাবেদার সরকার বলেই তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, ২২ এপ্রিল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুরে আসবেন। এখানে রাত্রি যাপন শেষে ২৩ এপ্রিল সকাল ৯টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করা হবে। এরপর তিস্তা অভিমুখে যাত্রা করে বিকেলে ব্যারেজের কাছে হেলিপ্যাড প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে।