দৈনিক বার্তা: আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহভাজনদের তালিকায় নাম উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের। তিনি ছাড়াও ১২ জন শীর্ষ ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়।
সেই সঙ্গে এন শ্রীনিবাসনের বিসিসিআইয়ের সভাপতি পদে আবারো ফিরে যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সঙ্গে আদালত এও জানিয়ে দিয়েছেন, তদন্ত প্রতিবেদনে শ্রীনিবাসনের নাম থাকায় তিনি তার পদে ফিরতে পারবেন না।
সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ২৮ মার্চ বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে শ্রীনিবাসনকে বহিষ্কার করেন ভারতের সুপ্রিম কোর্ট। এরপর মঙ্গলবার তিনি নিজেকে নির্দোষ দাবি করে সেই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু শুনানিতে তা খারিজ করে দেন আদালত।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় অংশ নেন শ্রীনিবাসন। বিষয়টি নিয়ে তার ওপর নাখোশ হয়েছেন আদালত। ২২ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।