দৈনিক বার্তা: ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যবসায়ীর পাকস্থলি কেটে ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করেছে এক চিকিৎসক।
বিবিসি জানায়, বারবার বমি হতে থাকলে ৬৩ বছর বয়সী ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি চিকিৎসকদের জানান যে, স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে রাগ করে বোতলের ছিপি খেয়ে পেলেন।
কিন্তু তার পাকস্থলি অপারেশন করলে পরে কোনো ধরনের ছিপি পাওয়া যায়নি। আচমকা তার চিকিৎসক অপারেশন করে ওই ব্যবসায়ীর পাকস্থলিতে ৪০০ কেজি সোনা দেখতে পান।
গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই চিকিৎসক সাথে সাথে পুলিশকে খবর দেন। এরপর দিল্লির কাস্টমস কর্মকর্তারা আসেন। এবং তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।