19596_marsদৈনিক বার্তা: কলম্বিয়ার নোবেল জয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর নেই। ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। মার্কেজের পরিবারের পক্ষ থেকে ফার্নান্ডা ফ্যামিলিয়ার গতকাল টুইটারে এ তথ্য দিয়েছেন। মেক্সিকোয় জীবনের ৩০ বছরেরও বেশি সময় কাটানো মার্কেজ ফুসফুস ও মূত্রথলির সংক্রমণে ভুগছিলেন। ৮ দিন মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভর্তি থাকার পর বাড়িতে ফিরে যান। অসুস্থতার কারণে সম্প্রতি তাকে জনসমক্ষেও তেমন একটা দেখা যায়নি। তার মৃত্যুতে কলম্বিয়া ও মেক্সিকোয় শোকের ছায়া নেমে এসেছে। ১৯২৭ সালের ৬ই মার্চ মার্কেজের জন্ম। ‘গাবো’ নামেও পরিচিত ছিলেন তিনি। একাধারে মার্কেজ ছিলেন লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ। স্প্যানিশ ভাষার শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার ম্যাজিকাল রিয়্যালিজমের পটভূমিতে লেখা ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ গ্রন্থ তাকে সর্বাধিক খ্যাতি ও পরিচিতি এনে দিয়েছিল। ১৯৬৭ সালে লেখা এ উপন্যাসটি সারা বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে। ১৯৮২ সালে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কেজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ফার্নান্ডা ফ্যামিলিয়ার তার টুইটার বার্তায় লিখেছেন, মার্কেজের স্ত্রী মার্সিডিজ ও তার দুই পুত্র রডরিগো ও গনজালো আমাকে এ তথ্য দেয়ার অনুমতি দিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসও এক টুইটার বার্তায় লেখকের প্রতি তার শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কেজের চিরপ্রস্থান কলম্বিয়ায় শতাব্দীব্যাপী শূন্যতা ও শোক সৃষ্টি করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকা পেনা নিয়েতো এক টুইট বার্তায় লিখেছেন, মেক্সিকোর পক্ষ থেকে আমি আমাদের সময়ের শ্রেষ্ঠতম লেখকদের অন্যতম একজনের প্রয়াণে শোক প্রকাশ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মার্কেজের প্রয়াণে শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন। কলম্বিয়ার পপ তারকা শাকিরাও শোক প্রকাশ করে লিখেছেন, ‘গাবো’  সবসময় আমার হৃদয়ে থাকবেন। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গেও সখ্যতা ছিল মার্কেজের।