দৈনিক বার্তা: অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবি জানিয়েছেন গ্রীন ভয়েস নামের একটি পরিবেশবাদী যুব সংগঠন।
শুক্রবার সাড়ে ৯টায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে এক র্যালি ও ছাত্র-যুব সমাবেশে এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা ধানমন্ডি মাঠের অবৈধ কার্যক্রম স্থগিত করে মাঠের অভ্যন্তরের সকল স্থাপনা ও বাধা অপসারণের দাবি জানান।
গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাপা’র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, আইএবি-র সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক জাতীয় দলের ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বাপা’র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, স্থপতি শালমা এ শফি, জাকির হোসেন, মিহির বিশ্বাস, ধানমন্ডির বাসিন্দাদের মধ্যে ফারজানা মজিদ, সৈয়দ ইসতিয়াক আহম্মেদ প্রমুখ।