দৈনিক বার্তা: দক্ষিণ সুদানে বন্দুকধারীরা জাতিসংঘের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিরক্ষী বাহিনী পাল্টা গুলি ছুঁড়ে। এতে কমপক্ষে ২০ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এক বিবৃতিতে জানায়, এই অমানবিক হামলায় কমপক্ষে ২০ বেসামরিক লোক নিহত এবং ৭০ জন আহত হয়।
জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা টবি লেনজার জানান, বন্দুকধারীরা ঘাঁটির ফটক ভেঙ্গে সেখানে গুলি ছুড়তে থাকে। তখন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। এক পর্যায়ে ওই বন্দুকধারীরা পিছু হটে পালিয়ে যায়।
দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশন এই হামলার তীব্র নিন্দা জানায়। এই অনর্থক হত্যাকান্ডের পূর্ণ তদন্তের আহ্বান জানান তারা।
জাতিসংঘের এই ঘাঁটিতে জাতিগত সংখ্যালঘু পাঁচ হাজার লোককে আশ্রয় দেওয়া হয়েছে।