দৈনিক বার্তা:জাতীয় প্রেসক্লাব কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের হত্যাকারী চিকিৎসকদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এসময় মানবন্ধনে সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন, ছেলে শাহরিয়ার হোসেন, বড় ভাই হারুনুর রশিদ, জাতীয় প্রেসক্লাব কর্মচারি ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক চাঁন মিয়া উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ফারহানা নাসরিন বলেন, বারডেম চিকিৎসকরা ভুল চিকিৎসা করে আমার বাবাকে হত্যা করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্চিত ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষী চিকিৎসকদের গ্রেপ্তারের দাবিও জানান। একই সাথে সিরাজুল ইসলামের মতো এমন পরিণতি যেন কারো না হয় সে জন্যে বারডেম হাসপাতালের চিকিৎসকদের সর্তক করতে সরকারের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। আপনারা ঘটনার সুষ্ঠ তদন্ত না করে কেন পক্ষপাতিত্ব করছেন? ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আবেদন জানান তিনি। ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা ১৩ তলায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ৫ম তলায় ভাঙচুরের অভিযোগ করেছেন যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযুক্ত চিকিৎসকরা বাঁচতেই এ মিথ্যার আশ্রয় নিয়েছেন।