???????????????????????????????দৈনিক বার্তা: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারে গ্যাস সরবরাহ লাইনের পাইপ ছিঁড়ে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের একজন মারা গেছেন। তার নাম আনোয়ার হোসেন (৩৮)। শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটিতে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাজার এলাকায় দুই ঘন্টা ঢাকা-মংমনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আনোয়ার হোসেন ঢাকা জেলার দোহার উপজেলার মৌরা গ্রামের আলী মাঝির ছেলে। তিনি মাস্টারবাড়ী বাজারের মিতা টেক্সটাইল মিল্স লিমিটেডের ইলেক্ট্রিশিয়ান। একই সাথে ওই বাজারের বিউটি ফার্মেসীতে পার্ট টাইম কাজ করতেন।
আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ওই বাজার এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত দুই ঘন্টা ঢাকা-মংমনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে মহাসড়কের ওপর কমপক্ষে ১০ টি ছোট-বড় যানবাহনের গ্লাস ভাংচুর করে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজীজ হায়দার ভুঁইয়া জানান, অবরোধের খবর শুনে শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেনর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী তিনদিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ওই আশ্বাসের পর সকাল ৯ টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণ কাজের সময় মাটি খননের ভ্যাকু দিয়ে গ্যাস লাইনের পাইপ ছিঁড়ে যায়। পরে সেখান থেকে আগুন লেগে হকার্স মার্কেটের ছোট বড় অর্ধশতাধিক দোকান ও দুটি বাড়ি পুড়ে যায়। আগুনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা পৌণে ৭ টা থেকে রাত পৌণে ৯ টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্প্রসারণ কাজে নিয়োজিত ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানীর মহা ব্যবস্থাপক (জিএম) অলক বড়–য়া জানান, নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে। আহতদের চিকিৎসার ব্যায় আমরাই চালাবো। স্থানীয়রা যেভাবেই চাই সেভাবেই আমাদের পক্ষ থেকে মসজিদ নির্মান করে দিব।