মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরের কাপাসিয়ায় কাল বৈশাখী ঝড়ে শুক্রবার ভোররাতে তিন ইউনিয়নের আট গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসি জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে হঠাত কাপাসিয়ায় উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী, পাঁচুয়া, ঘোষের কান্দি, নয়া সাঙ্গুন, সুলতানপুর, কুশদি গ্রাম, টোক ইউনিয়নের বীর উজলী এবং রায়েদ ইউনিয়নের বেলাশীসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের গাছপালা, ফলজ গাছ ও ফসল। ঝড়ে কলা বাগান, কাঁঠাল গাছ ও কালো আকাশী গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বীর উজলী গ্রামে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড় শেষে প্রচুর বৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি এসেছে। বৃষ্টিতে বোরো ফসলের উপকার হয়েছে এবং অন্তত: আগামী ১৫ দিন জমিতে পানি লাগবে না বলে কৃষকরা আশা প্রকাশ করছে।