মাহ্বুব হোসেন পিয়াল/দৈনিক বার্তা: গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না দেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে সাড়ে ৪৪ হাজার শিক্ষক। ফলে ওই শিক্ষকরা আর্থিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন। তবে কারিগরি শিক্ষা বোর্ড বলেছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। সমগ্র বাংলাদেশে কারিগারি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভকেশনাল ও এইচএসসি বিএন বিষয়ের ৪৪ হাজার চারশ শিক্ষক বেতন গত ফেব্র“য়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না। এর মধ্যে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের মত আনন্দদায়ক দুটি সামাজিক পার্বন তাদের পালন করতে হয়েছে নিরানন্দ পরিবেশে। ফরিদপুরের এক শিক্ষক নাম প্রকাশে বলেন, আমার বেতন বন্ধ হয়ে যাওয়ায় অভাবের কারনে আমি স্ত্রীকে শশুড়বাড়ি পাঠিয়ে দেই। বেতন না পাওয়ায় গত দুই মাস ধরে আমি স্ত্রীকে আনতেও যেতে পারছি না। বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন এর অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন বলেন, আড়াই বছর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থে কারিগরি শিক্ষা বোর্ড পৃথক করা হয়। শুরু থেকে কোন শিক্ষকের বেতন পাওয়া নিয়ে কোন সমস্যা হয়নি। কিন্তু আড়াই বছর পর বেতন সংক্রান্ত এ সমস্যা আমাদের চরম সংকট ও দুর্ভোগের মুখে ফেলে দিয়েছে। আমাদের সাড়ে ৪৪ হাজার শিক্ষক তাদের পরিবারের দুই লক্ষাধিক সদস্য নিয়ে চরম সংকটে পড়েছে। অনেক শিক্ষক নববর্ষে তার সন্তানের গায়ে এক টুকরো নতুন জামা তুলে দিতে পর্যন্ত পারেনি। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (প্রশাসন) শেখ মোঃ আলমগীর হোসেন বলেন, ৮০ কোটি টাকা কম পড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা অর্থ মন্ত্রণালয়ে রিভাইস বাজেট জমা দিয়েছি। আগামী ২৬ এপ্রিলের মধ্যে মন্ত্রণালয় থেকে টাকা ছাড় পেয়ে যাবো বলে আশা করছি। ফলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ওই শিক্ষকদের যাবতীয় বকেয়াসহ সমুদয় বেতন পরিশোধ করা সম্ভব হবে।