1দৈনিক বার্তা:বিএনপি‘র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, “হত্যা-গুম ও খুনের রাজনীতি বন্ধ করুন। নয়তো যাদের দিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন তারাই একদিন একে অপরকে গুম করা শুরু করবে।”

তিনি বলেন, “রাজনৈতিক মতভেদ, প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতায় লড়াই থাকবে। তাই বলে একদল অন্যদলের নেতাকর্মীদেরকে গুম করতে পারে না। এটা কোনো সুষ্ঠু রাজনীতির নমুনা হতে পারে না।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইলিয়াস আলী গুমের দ্বিতীয় বর্ষপূর্তিতে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে বিএনপির বহুসংখ্যক নেতাকর্মী গুম ও খুন হয়েছে। অথচ আপনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কিন্তু গুম হওয়ার এক জনকেও আপনি ফিরিয়ে দিতে পারেননি। এই ব্যর্থতার দায়ভার নিয়ে ঘুমান কেমন করে?”

সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা এম ইলিয়াস আলীকে গুম করেছে বলে অভিযোগ করেন সাদেক হোসেন খোকা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, চেয়ারপারর্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।