1দৈনিক বার্তা: কিশোরগঞ্জ ইটনায় বজ্রপাতে আবদুর রশিদ (৩৫) ও ফারুক মিয়া (৩০) নামে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাঞ্চন মিয়া (৪০) ও আজিজুল মিয়া (৩৫) নামে আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আজিজুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার আঙ্গানের হাওরের জিরাত ঘরে অবস্থান করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের কাঞ্চন মিয়া ইটনার আঙ্গানের হাওরে তার বোরো জমি কাটার জন্য একই গ্রামের আবদুর রশিদ, ফারুক মিয়া ও আজিজুল মিয়াকে সেখানে নিয়ে যান। হাওরে কাঞ্চন মিয়ার জিরাত ঘরে থেকে তারা জমির ধান কাটার কাজ করছিল। এ সময় শুক্রবার ভোরে বৃষ্টি ও বজ্রপাত হলে জিরাত ঘরে থাকা কাঞ্চন মিয়া, আবদুর রশিদ, ফারুক মিয়া ও আজিজুল মিয়া গুরুতর আহত হন। সকালে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদ ও ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত কাঞ্চন মিয়াকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুর রশিদ পাইকপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে এবং নিহত ফারুক মিয়া আমির হোসেনের ছেলে। এদিকে এর আগে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে ইটনা উপজেলা কৃষক লীগ সভাপতি মো. মতিউর রহমানের (৬৫) মৃত্যু হয়। সকাল ৭টার দিকে সদরের চিপাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে দক্ষিণের হাওরে তিনি জমি দেখতে যান। সেখানে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।