দৈনিক বার্তা: কিশোরগঞ্জ ইটনায় বজ্রপাতে আবদুর রশিদ (৩৫) ও ফারুক মিয়া (৩০) নামে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাঞ্চন মিয়া (৪০) ও আজিজুল মিয়া (৩৫) নামে আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আজিজুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার আঙ্গানের হাওরের জিরাত ঘরে অবস্থান করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের কাঞ্চন মিয়া ইটনার আঙ্গানের হাওরে তার বোরো জমি কাটার জন্য একই গ্রামের আবদুর রশিদ, ফারুক মিয়া ও আজিজুল মিয়াকে সেখানে নিয়ে যান। হাওরে কাঞ্চন মিয়ার জিরাত ঘরে থেকে তারা জমির ধান কাটার কাজ করছিল। এ সময় শুক্রবার ভোরে বৃষ্টি ও বজ্রপাত হলে জিরাত ঘরে থাকা কাঞ্চন মিয়া, আবদুর রশিদ, ফারুক মিয়া ও আজিজুল মিয়া গুরুতর আহত হন। সকালে তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদ ও ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত কাঞ্চন মিয়াকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুর রশিদ পাইকপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে এবং নিহত ফারুক মিয়া আমির হোসেনের ছেলে। এদিকে এর আগে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে ইটনা উপজেলা কৃষক লীগ সভাপতি মো. মতিউর রহমানের (৬৫) মৃত্যু হয়। সকাল ৭টার দিকে সদরের চিপাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে দক্ষিণের হাওরে তিনি জমি দেখতে যান। সেখানে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইটনায় বজ্রপাতে দুই কৃষক নিহত
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....
‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২
বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সুপারভুক চার্জিং, ফ্লুইড পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা সক্ষমতার সমন্বয়ে...